এবার কী টেস্ট থেকে সরে যেতে চাইছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। বো্ডকে দেওয়া শ্রেয়স আইয়ারের চিঠির কতা সামনে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। ভারতীয়-এ(India-A) দলের থেকে নাম তুলে নেওয়ার পরই এবার ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধেও তাঁর না খেলার কথা জানিয়ে দিয়েছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। শোনা যাচ্ছে অজিত আগরকরের সঙ্গে কচতা বলেই নাকি আপাতত টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স। সেইসঙ্গেই উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে কী শ্রেয়স টেস্ট থেকেই সরে যেতে চলেছেন!
শেষপর্যন্ত কী হয় সেটা তো সময় বলবে। তবে ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে যে শ্রেয়স আইয়ারকে(Shreyas Iyer) ভারতীয় দলে দেখা যাবে না তা বেশ স্পষ্ট। ভারতীয়-এ দলের হয়ে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু সেই ম্যাচে সাদা জার্সিতে একেবারেই ভালো ফর্মে ছিলেন না এই তারকা ক্রিকেটার। মাত্র ৮ ও ১৩ রান করেছিলেন দুই ইনিংসে। এরপর হঠাৎ নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দ্বিতীয় ম্যাচের আগে।
এরপরই শ্রেয়স আইয়ার(Shreyas Iyer) নাকি বোর্ডকে(BCCI) চিঠি দিয়ে আপাতত লাল বলের ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার কথা জানিয়ে দিয়েছেন। কারণ প্রথম শ্রেনীর ক্রিকেট খেলা এবং সেইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একসঙ্গে তাঁর কাছে অনেকটাই কঠিন হয়ে পড়েছে। শুধু তাই নয় তাঁর নাকি পিঠের সমস্যাটাও ফের ভোগাতে শুরু করেছে। আর এই কারণ দেখিয়েই নাকি ভারতীয় দল থেকে আপাতত বিশ্রাম নিয়েছেন শ্রেয়স(Shreyas Iyer)।
সূত্র মারফৎ “এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, শ্রেয়স আইয়ার অজিত আগরকরের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন তাঁর পক্ষে নাকি প্রথম শ্রেনির ক্রিকেট খেলাটা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। এমনকি তাঁর পিঠেও ফের একটা সমস্যা দেখা দিয়েছে। সেই কথা বলেই নাকি ভারতীয়-এ দলের ম্যাচ থেকে নাম তুলে নিয়েছেন তিনি”।
আর শ্রেয়সের এমন সিদ্ধান্তের পর থেকেই শুরু হয়ে গিয়েছে তাঁর টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে জল্পনা। তবে কী সত্যিই এবার টেস্ট ক্রিকেট থেকে সরে যেতে চলেছেন শ্রেয়স আইয়ার।
কারণ বেশ কয়েকদিন ধরেই টেস্টের মধ্যে নেই ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। শেষবার ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলেছিলেন এই ৩১ বর্ষীয় তারকা ক্রিকেটার। এরপর থেকে আর টেস্ট সিরিজে দেখা যায়নি তাঁকে। সামনেই অবশ্য ঘরের মাঠে টেস্ট সিরিজ। সেখানেও যে আর শ্রেয়সকে দেখা যাবে না তা কার্যত স্পষ্ট হয়েই গিয়েছে।