শুভমন গিলের(Shubman Gill) নেতৃত্বে যাত্রা শুরু রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলির(Virat Kohli)। বুধবার দিল্লি থেকে এক বিমানেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিল ভারতীয় ক্রিকেটের এই ত্রয়ী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল। দীর্ঘদিন পর ফের দেশের জার্সিতে মাঠে দেখা যেতে চলেছেন রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলিকে(Virat Kohli)। সঙ্গে নতুন অধিনায়ক শুভমন গিলকেও। অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়া দেওয়ার আগে রো-কো-র সঙ্গে খোশ মেজাজেই দেখা গেল শুভমন গিলকেও(Shubman Gill)।
এই অস্ট্রেলিয়া(Australia) সিরিজ দিয়েই ভারতের ওডিআই ফর্ম্যাটের অধিনায়ক হিসাবে অভিষেক হতে চলেছেন শুভমন গিলের(Shubman Gill)। সেইসঙ্গে দীর্ঘদিন পর ফের একবার মাঠে দেখা যেতে চলেছে রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলিকে(Virat Kohli)ও। মাঠের বাইরে এই মুহূর্তে তাদেরকে নিয়ে নানান কথাবার্তা চললেও, মাঠের ভিতর যে রোহিত, কোহলি এবং গিলের সম্পর্কের সমীকরণ একেবারেই বদলায়নি, তা বিসিসিআইয়ের দেওয়া এই ভিডিও থেকেই স্পষ্ট।
আইপিএল চলার মাঝেই টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা(Rohit Sharma) এবং বিরাট কোহলি(Virat Kohli)। শেষবার তাদেরকে দেশের জার্সিতে দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর থেকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি দুই তারকা ক্রিকেটারকেই। তাদের ভবিষ্যৎ নিয়েই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি জল্পনা। তারই মাঝে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে নামবেন রোহিত এবং কোহলি।
𝙀𝙣 𝙧𝙤𝙪𝙩𝙚 𝘿𝙤𝙬𝙣 𝙐𝙣𝙙𝙚𝙧 ✈️
Of familiar faces and special reunions as #TeamIndia depart for the Australia challenge 😍#AUSvIND pic.twitter.com/ElV3OtV3Lj
— BCCI (@BCCI) October 15, 2025
আগামী ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ তারা খেলবেন কিনা সেটা তো সময়ই বলবে। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের পারফরম্যান্সের দিকেই নজর রয়েছে সকলের। অস্ট্রেলিয়ান পিচে বরাবরই সফল হয়েছেন বিরাট কোহলি। রোহিত শর্মারও সাফল্য রয়েছে এখানে। এই সিরিজেও যে ভারতীয় দলের প্রধান ভরসা হয়ে উঠতে চলেছেন তারা তা বলাই বাহুল্য। সেইসঙ্গে শুভমন গিলের(Shubman Gill) নেতৃত্বের দিকেও নজর রয়েছে।
টেস্টে রোহিত শর্মার উত্তরসূরী হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্রয়ের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়। একেবারে হোয়াইট ওয়াশ। তবে এবার চ্যালেঞ্জটা অনেকটাই কঠিন। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে তাদের ঘরের মাঠে নামতে হবে ভারতীয় দলকে। সেখানেই আবার অধিনায়ক হিসাবে অভিষেক হতে চলেছে শুভমন গিলের। ফলে চাপ যে খানিকটা রয়েছে তাঁর উপর তা বেশ স্পষ্ট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ভারত ওডিআই সিরিজ জিতে শুরুটা করতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।