২০২৫ সালে দুরন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল(Shubman Gill)। অধিনায়ক হওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন শুভমন গিল(Shubman Gill)। ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধেও একই ধারা বজায় রেখেছেন ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক। ওয়স্ট ইন্ডিজের বিরুদ্ধেই ছুঁয়ে ফেললেন ভারতের আরেক কিংবদন্তী সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) রেকর্ড। ঘরের মাঠে টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেকেই গড়লেন বিরাট নজির। বিরাট, সচিনদের(Sachin Tendulkar) টপকে সুনীল গাভাসকরের পরেই নিজেপ জায়গা করে নিলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসেই অর্ধশতরানের ইনিংস খেলেছেন শুভমন গিল(Shubman Gill)। যদিও সেই রানকে সেঞ্চুরীতে পর্ণত করতে পারেননি তিনি। তবে গিলের ব্যাট থেকে এসেছে বিরাট রেকর্ড। আর তাতেই আপ্লুত সকলে। ঘরের মাঠে অধিনায়ক হিসাবে এই ম্যাচটাই ছিল গিলের(Shubman Gill অভিষেক। সেখানেই গড়লেন এই বিরল নজির।
সুনীল গাভাসকরের পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসাবে ঘরের মাঠে অভিষেক টেস্টেই অর্ধশতরান করলেন তিনি। তবে বড় রান করতে পারেননি শুভমন গিল। ৫০ রানেই সাজঘরে ফিরতে হয়ছিল এই তারকা ব্যাটারকে।
এবার ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট অভিষেকটা হয়েছিল শুভমন গিলের। প্রথম দিন থেকেই ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর চওড়া ব্যাট থেকে এসেছিল একের পর এক বড় রান। দ্বিশতরানের ইনিংসও খেলেছিবেন গিল। সেই ধারা কিন্তু ঘরের মাঠেও ঘরে রাখলেন তারকা ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। কেএল রাহুল, ধ্রুব জুরেলদের পাশাপাশি উজ্জ্বল ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলও। সুনীল গাভাসকরের পাশে নিজের নাম লিখে ফেললেন এই তারকা ক্রিকেটার।







