এবার পাকিস্তানকে সরাসরি কটাক্ষ সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। পাকিস্তানকে এখন আর ভারতের প্রতিদ্বন্দ্বী বলতে নারাজ সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। সমস্ত সমর্থককে এই ম্যাচকে আলাদা নয়, বরং আর পাঁচটা ম্যচের মতোই দেখার বার্তা ভারতীয় টি টোয়েন্ট দলের অধিনায়কের। সূর্যকুমার যাদবের এই বার্তা যে বিশ্ব ক্রিকেট মহলে ফের একটা আলোড়ন ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই নিয়েই চলছে এখন নানান জল্পনা।
পাকিস্তানের(Pakistan) বিরুদ্ধে হ্যান্ডসেক বয়কট আগেই করেছে ভারত। এবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচকে রাইভালরি বলতেও মানতে নারাজ তিনি। কার্যত ভারতীয় দল যে পাকিস্তান শিবিরে বাড়তি গুরুত্ব দিচ্ছে না তাই সূর্যকুমার যাদব বুঝিয়ে দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে এক পাক সাংবাদিক প্রশ্ন করতেই তাঁকে কড়া জবাব দিয়েছেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। পাকিস্তান যে ভারতের কাছে কোনও মতেই আর বড় প্রতিপক্ষ নয়, তাও বুঝিয়ে দিয়েছেন তিনি।
এশিয়া কাপের(Asia Cup) সুপার ফোরের মঞ্চেও পাকিস্তানের বিরুদ্ধে একপেশে ভাবেই ম্যাচ জিতেছে ভারত। ভারতের ওপেনিং পার্টনারশিপের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের বোলাররা। অভিষেক শর্মা থেকে শুভমন গিলের ঝোড়ো পারফর্ম্যান্সের সামনে মাথা নত করতে হয়েছে শাহিন আফ্রিদি, হারিস রওফদের মতো তারকা বোলারদের। এরপরই সূর্যকুমার যাদবের কড়া জবাব। পাকিস্তান দল এখন কোনও মতেই আর ভারতের কাছে কঠিন প্রতিপক্ষ নয়। এমনকি তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতাও নেই।
সূর্যকুমার যাদবের সাফ বার্তা, “ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ক্রিকেটের বাইশগজে এখন চির প্রতিদ্বন্দ্বীতা বলা বন্ধ করে দিয়েছি। প্রতিদ্বন্দ্বী তখনই বলা যায়, যখন ম্যাচ খুব হাড্ডহাড্ডি হয়। যখন ব্যাপারটা এমন হয় যে ১৫ ম্যাচের মধ্যে দুই দলের জয়ের পরিসংখ্যান ৮-৭। কিন্তু এখানে তেমনটা একেবারেই নয়। এখানে ফলাফল ১৩-১ কিংবা ১২-৩। যা কখনই প্রতিদ্বন্দ্বীতা হতে পারে না”।
শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া। সেখানে কিছুই করতে পারেনি পাক বোলাররা। পাক ব্যাটাররা ১৭১ রান করলেও, সেই রান তাড়া করতে ভারতের খুব একটা বেশি সময় লাগেনি। বিশেষ করে অভিষেক এবং গিলের সামনে তারা তো অসহায় ছিল। এশিয়া কাপে এখনও ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটা হলে হবে ফাইনালে। কিন্তু ভারত পাকিস্তানকে কোনওমতেই আর গুরুত্ব দিতে নারাজ।







