সুদীপ পাকড়াশীঃ
আইএসএলের কমার্শিয়াল পার্টনার হওয়ার দৌড়ে বিডিং-য়ের আগে অনলাইনে ভার্চুয়াল বৈঠকে বসেছিল চার কোম্পানির প্রতিনিধি। এফএসডিএল, যারা গত ১৫ বছর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কমার্শিয়াল পার্টনার ছিল, আর তার সঙ্গে স্পোর্টা টেকনোলজি, রাক অ্যাডভাইসরি, এবং সুপারসাব ম্যানেজমেন্ট। ফেডারেশন সূত্রে জানা যাচ্ছে সুপারসাব ম্যানেজমেন্টের নেপথ্যে রয়েছে একটি বিদেশি কনসর্টিয়াম। এদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ছিলেন কেপিএমজি, ফেডারেশনের প্রতিনিধি এবং সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারপতি নাগেশ্বর রাও। যার পর্যবক্ষণে আইএসএলের টেন্ডার-প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
আগামি ৫ নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে, ফেডারেশনের নতুন কমার্শিয়াল পার্টনার নির্ধারিত হওয়ার কথা যাদের হাতে আগামিদিনে আইএসএল চলবে।
ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, ভার্চুয়াল বৈঠকে বসা চার কোম্পানির প্রতিনিধিরাই বিডের শর্ত নিয়ে জিজ্ঞেস করেছেন ফেডারেশন এবং কেপিএমজি-র প্রতিনিধিদের। এফএসডিএলের প্রশ্নের সংখ্যা অনেক বেশি ছিল। নতুন চুক্তি এবং বিড ডকুমেন্ট নিয়ে তারা প্রায় ১০০টি প্রশ্ন করেছেন। বিড ডকুমেন্ট অনুযায়ী সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে তাদের নতুন কমার্শিয়াল পার্টনার প্রত্যেক বছর ন্যনুতম ৩৭.৫ কোটি অথবা গ্রস রেভেনিউয়ের ন্যনুতম ৫ শতাংশ দেওয়ার নিশ্চয়তা দেবে।
ফেডারেশন সূত্রে আরও জানা গিয়েছে, শনিবারের ভার্চুয়াল বৈঠকে এফএসডিএলের নতুনভাবে বিড ডকুমেন্ট যাচাই করার প্রচেষ্টায় সন্তুষ্ট হননি কেপিএমজি এবং ফেডারেশনের প্রতিনিধিরা। বরং, বাকি তিন কোম্পানির প্রতিনিধিদের আইএসএলের স্বত্ব কেনার বিষয়ে আগ্রহ দেখে তারাও উৎসাহিত। তবে, শুধু এই চারটি কোম্পানি নয়, সরাসরি দরপত্র জমা দেওয়ার সুযোগ অন্যান্য আগ্রহী কোম্পানিদেরও আগামি কয়েকদিনে আছে।

গত দু’মরসুম আইএসএল কোনও টাইটেল স্পনসর পায়নি। অথচ, জিন্দাল স্টিলকে ওমান পেশাদার লিগ পেয়ে গেল তার টাইটেল স্পনসর হিসেবে। লিগটি এখন থেকে ওমান জিন্দাল লিগ নামে পরিচিত হবে।
অন্যদিকে, এবার থেকে সর্বভারতীয় ইউথ লিগগুলিতে প্রত্যেক দলকে সর্বাধিক দু’জন পিআইও বা ওসিআই ফুটবলারকে রেজিস্ট্রেশন করানো ও খেলানোর অনুমতি দিয়েছে এআইএফএফ। এই নতুন নিয়মকে কাজে লাগিয়ে ইংল্যান্ডে পিআইও বা ওসিআই ফুটবলারদের জন্য ট্রায়ালের আয়োজন করেছে রঞ্জিত বাজাজের মিনার্ভা অ্যাকাডেমি। অনুর্দ্ধ-১৪, অনুর্দ্ধ-১৬ ও অনুর্দ্ধ-১৮ বিভাগে ফুটবলারদের জন্য এফসি খালসার সহযোগিতায় আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর, ইংল্যান্ডের রেডব্রিজ, হ্যারো ও লেস্টারে ট্রায়ালের আয়োজন করেছে মিনার্ভা অ্যাকাডেমি। এখান থেকে বাছাইকৃত ফুটবলাররা এমআইসি কাপে ও এআইএফএফ ইউথ লিগে খেলার সুযোগ পাবেন।







