আগামী ১৩ ডিসেম্বর শহরে আসছেন লিওনেল মেসি(Lionel Messi)। বিশ্বকাপ জয়ের পর এই প্রথমবার ভারতের মাটিতে পা রাখছেন এলএমটেন। শতদ্রু দত্তের(Shatadru Dutta) হাত ধরেই শহরবাসী স্বাক্ষী হতে চলেছে এক বিশেষ মুহূর্তের। যুবভারতীতে নামবেন মেসি(Lionel Messi)। আর সেই খবর শোনার পর থেকেই সকলের মধ্যে কৌতূহল বাড়তে শুরু করেছে। কেমনভাবে তারা দেখবেন এলএন টেনকে। সেই খবরও চলে এল। যুবভারতীতে মেসি ম্যাচের টিকিটের দাম এবার ৩২০০ টাকা। তবে জিএসটি আলাদা। মেসি ম্যাচ দেখার টিকিট পাওয়া যাবে অনলাইনে।
২০২২ সালে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয় ফিফা বিশ্বকাপ জিতেছেন লিও মেসি(Lionel Messi)। গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে তাঁর অগুন্তী ভক্ত। আর কলকাতার অলিতে গলিতে মেসি ভক্তের ছড়াছড়ি। সেই মেসিই(Lionel Messi) এবার কলকাতার মাটিতে। সেই খবর জানার পর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
যুবভারতীতে নামবেন মেসি। সেখানে রয়েছে বহু চমক। মেসির(Lionel Messi) সঙ্গে যেমন এক মঞ্চে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তেমনই শোনা যাচ্ছে লিও মেসির সঙ্গে নাকি আসতে পারেন আরেক তারকা লুই সুয়ারেজও(Luis Suarez)। অর্থাৎ বছরের শেষটা যে শহরবাসীর উৎসবের মাত্রাটা আরও কয়েকগুন বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গেই মেসিকে দেখতে পাওয়ার টিকিটের দামও নির্ধারিত হয়ে গেল।
অফ লাইন নয়। মেসি(Lionel Messi) ম্যাচের টিকিট পাওয়া যাবে অনলাইন মধ্যমে। আগামী ৯ অক্টোবর থেকে পাওয়া যাবে টিকিট। একজন অবশ্য চারটের বেশি টিকিট কাটতে পারবেন না। টিকিটের দাম ধার্য করা হয়েছে ৩২০০ টাকা। তবে জিএসটি আলাদা। মেসিকে দেখার জন্য যে সেদিন যুবভারতী কানায় কানায় ভড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
শুধুমাত্র কলকাতায় নয়। মেসি যাবেন দিল্লি এবং মুম্বইতেও। মুম্বইতে তাঁর সঙ্গে সচিন এবং দিল্লিতে বিরাট কোহলির থাকার সম্ভাবনা রয়েছে। যদিও বিরাট কোহলি নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত নিশ্চয়তা আসেনি।
১৪ বছর পর ফের একবার মেসি আসছেন কলকাতা শহরে। শতদ্রু দত্তের হাত ধরেই ফুটবলের রাজপুত্র আসছেন শহরে। তাঁকে নিয়ে এখন থেকেই উন্মাদনা বাড়তে শুরু করেছে।