চাঁদমণি ইউনাইটেড স্পোর্টস ফুটবল অ্যাকাডেমি। চাঁদমণি আদিবাসী স্পোর্টিং ক্লাবের সঙ্গে ইউনাইটেড স্পোর্টসের সংযুক্তিকরণে তৈরি হয়েছে এই অ্যাকাডেমি। মাত্র একবছরের পথ চলাতেই সাফল্য। বৃহস্পতিবার নকশালবাড়ি রায়পাড়া আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল তাদের সিনিয়র দল। ২-১ গোলে হারাল বাগডোগরা কাদোপানিকে। একইদিনে, চাঁদমণির অনূর্ধ্ব-১৫ দলও গ্রুপ পর্বে হেরে গেল ওয়ারিয়র কাপে।
ইউনাইটেড স্পোর্টসের তরফে অ্যাকাডেমির দায়িত্বে থাকা মলয় বাগচী বললেন, “সবে একবছর বয়স এই অ্যাকাডেমির। এরই মধ্যে ছেলেরা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হচ্ছে। এর আগে একটা পুলিশের টুর্নামেন্টেও ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছিল। ভাল লাগছে দেখে যে উন্নতি হচ্ছে ছেলেদের।”
মুর্শিদাবাদের বেলডাঙার মত শিলিগুড়িতেও ইউনাইটেড স্পোর্টসের ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্দেশ্য একটাই। তাদের মূল দলের সাপ্লাই লাইন তৈরি করা। ক্লাবের ডিরেক্টর নবাব ভট্টাচার্য বলছেন, “অ্যাকাডেমি গুলোয় প্রতিভাবান ছেলেদের কোচ স্পট করলেই তারপর তাদের সরাসরি কল্যাণীতে পাঠিয়ে দেওয়া হবে আমাদের আবাসিক অ্যাকাডেমিতে। যেখানে আমাদের চিফ কোচ লালকমল ভৌমিকের পর্যবেক্ষণে ওরা বেড়ে উঠবে।”

নকশালবাড়ি রায় পাড়ার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া চাঁদমণির দুটি আদিবাসী ছেলেকে ইতিমধ্যেই মনে ধরেছে অ্যাকাডেমির কোচ অভিজিৎ সান্যালের। অভিজিৎ টোপ্পো আর রাজেশ মুন্ডা। আগামিদিনে বাংলার ফুটবলের মূল স্রোতে এদের হয়ত দেখা যাবে।







