ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ইউনাইটেড স্পোর্টস (United Sports)।
প্রথমার্ধে খেলার ফল ছিল ১-১। বেগুনি ব্রিগেডের পক্ষে শ্রীনাথ এম (Srinath M) জোড়া গোল করেন। সুরুচি সংঘের পক্ষে গোলদু’টি করেন খানঙ্গাম হোরাম ও আকাশ মণ্ডল।
এই ড্র সুবিধে করে দিল ইস্টবেঙ্গলকে। খেতাবজয়ের লড়াইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচে ইউনাইটেড এসসি-র বিরুদ্ধে ড্র করলেই এই মরশুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লাল-হলুদ।
উল্টোদিকে, ইতিহাসের সামনে দাঁড়িয়ে থাকা ইউনাইটেড স্পোর্টসকে প্রথম কলকাতা প্রিমিয়ার লিগ জিততে হলে ইস্টবেঙ্গলকে হারাতে হবে তাদের মাঠে, তাদের অগণিত সমর্থকদের অবিরাম চিৎকারের মধ্যে!
কল্যাণী স্টেডিয়ামের ‘এ’ মাঠে, একই সময়ে, অপর ম্যাচে কলকাতা কাস্টমস্ ক্লাবের বিরুদ্ধে ৫-০ গোলে জয় পেলো ইউনাইটেড কলকাতা এসসি। বিজয়ী দলের পক্ষে গোলগুলি করেন জীতেন মুরমু, বিনীল পূজারী, রাহুল ভিপি (২) ও সমীর বায়েন। এই জয়ের ফলে টেকনো ইন্ডিয়া গ্রুপের এই নবগঠিত ক্লাবটির সামনে আগামী মরসুমের তৃতীয় ডিভিশন আই লিগ খেলার রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে গেলো। শেষ ম্যাচে সুরুচি সংঘের বিরুদ্ধে ড্র করলেই বাধাহীনভাবে প্রথমবারের মতো সর্বভারতীয় পর্যায়ে খেলার সুযোগ চলে আসবে কোচ ইয়ান চেং ল’র দলের সামনে।