গর্জে উঠলেন বিরাট কোহলির ভাই বিকাশ। তাঁর গর্জন সঞ্জয় মঞ্জরেকরের বিরুদ্ধে। কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন মঞ্জরেকর। এবার আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন কিং কোহলি। ১০ ইনিংসে করেছেন ৬টি অর্ধশতরান। এখনও পর্য়ন্ত করেছেন সবার চেয়ে বেশি রান, তারপরও সঞ্জয় তাঁর আইপিএলের সেরা দশ ব্যাটারের তালিকায় রাখেননি কোহলিকে। প্রশ্ন তুলেছেন বিরাটের স্ট্রাইক রেট নিয়ে। এরপরই সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কোহলির ভাই। বিকাশ সঞ্জয়ের স্ট্রাইক রেট তুলে ধরে লিখেছেন, যাঁর নিজের স্ট্রাইক রেট ৬৪.৩১ তিনি কী করে ২০০ স্ট্রাইক রেট থাকা ব্যটসম্যানকে নিয় প্রশ্ন তোলেন?
সঞ্জয় মঞ্জরেকরের বিতর্কিত মন্তব্য নিয়ে চর্চা চলছে। তিনি আরও বলেছিলেন, এখন আর জসপ্রীত বুমরার সঙ্গে বিরাট কোহলির লড়াইটা সেরার সঙ্গে সেরার নয়, কারণ কোহলি তাঁর সেরা সময় অনেক আগেই পিছনে ফেলে এসেছেন।
প্রসঙ্গত দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের পর আরসিবির ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন মঞ্জরেকর। সেখানেই কোহলি প্রসঙ্গে এই সমস্ত মন্তব্য করেছিলেন তিনি। ওই ম্যাচের পর অবশ্য কোহলি তাঁদের ব্যাটিং নিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি জানিয়ে ছিলেন, এ রকম স্লো উইকেটে বড় জুটি গড়ে তোলাটা খুব গুরুত্বপূর্ণ। যেখানে শুরু থেকে খুব আক্রমণাত্মক ব্যাটিং করা বেশ চ্যালেঞ্জিং।
কোহলি এবারের আইপিএলে যেভাবে ব্যাট করছেন, তারপর সঞ্জয়ের এমন মন্তব্য যেন মৌচাকে ঢিল মারা হয়ে গিয়েছে। তাই তো রীতিমত ফুঁসে উঠেছেন বিরাটর ভাই বিকাশ। এর পাশাপাশি কোহলির আরসিবির সতীর্থ ফিল সল্টের একটি মন্তব্য নিয়েও জোর চর্চা। সল্ট বলেছেন কোহলি তাঁর বন্ধু নন, শুধুই সতীর্থ। পরে অবশ্য ইউ টার্ন নিতেও দেরি করেননি ইংলিশ ওপেনার।